পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা নারী আটক

প্রকাশিত: ২০ আগষ্ট ২০১৮, ১০:২০ পিএম

বরিশাল পাসপোর্ট অফিস থেকে সোনিয়া বেগম (২০) নামের এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ আগস্ট) দুপুরে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়।

আটক সোনিয়া জানান, তিনি মালয়শিয়া প্রবাসী, চট্টগ্রামের ট্যাকখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে তিনি এসেছেন। এ সময় সোনিয়ার সহযোগী পিরোজপুর জেলার বাসিন্দা কবির হোসেনকে আটক করা হয়। 

পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, ভাষাগত সমস্যা সৃষ্টির ফলে ওই নারীকে সন্দেহ করে নাম ঠিকানা জানতে চাইলে ঠিকানার গরমিল ধরা পড়ায় তাকে রোহিঙ্গা হিসেবে চিহ্নিত করা হয়। পরে তাকে আটক করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় সোপর্দ করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি তদন্ত এআর মুকুল জানান, আটক রোহিঙ্গা নারীকে আদালতের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

বিডি২৪লাইভ/এমআর
 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: