কোন দোয়া পড়লে বিষাক্ত পোকা কামড়াবে না?

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০১৮, ০৩:০৬ পিএম

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মো. মতিউল ইসলাম।

প্রশ্ন : সকাল-সন্ধ্যা কোন দোয়া পড়লে বিষাক্ত পোকা কাছে আসবে না বা কামড় দেবে না?

উত্তর : এটা সকল বিপদ থেকে মুক্তির দোয়া। বিষাক্ত কোনো পোকা কামড় দেবে না, শুধু এটার জন্য এই দোয়া না। এই দোয়ার মাধ্যমে সকল অনিষ্ট থেকে আল্লাহর কাছে প্রার্থনা চাওয়া হয়েছে।

সুতরাং, শুধু বিষাক্ত পোকা নয়, যেকোনো অকল্যাণ থেকে বাঁচার জন্য সকাল-সন্ধ্যা এই দোয়া পড়া উচিত। এটি সহিহ হাদিসের মধ্যে এসেছে।

এই দোয়াটি হচ্ছে, ‘আউজুবি কালিমাতিল্লাহিত তামমাতি মিন শাররি মা খালাক্বা। যার অর্থ, ‘আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর সব পূর্ণ কালিমাসমূহের উসিলায়, তাঁর সৃষ্ট সকল প্রাণীর অনিষ্ট থেকে।’

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: