কলি তার পিতা-মাতাকে খুঁজছে

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০১৮, ০৪:৫০ পিএম

কলি নামে ১৩-১৪ বছরের এক কিশোরী তার পরিবারকে খুঁজে বেড়াচ্ছে। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ১ নম্বর বেতাগৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের বাড়িতে কিশোরী মেয়েটি হেফাজতে রয়েছেন।

জানাগেছে, বেশ কয়েক বছর পূর্বে মেয়েটির বাবা রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় কাজ করার জন্য দিয়ে আসে। এরপর আর যোগাযোগ রাখেনি। এরপর মেয়েটির বাসার মালিক তাকে বের করে দেয়। কলি তার বাড়ির ঠিকানা বলতে পারছে না। মেয়েটির বাড়ি নান্দাইল উপজেলার মধুপুর বলে জানাগেছে। কলি তার পরিবারকে খুঁজছে।

&dquote;&dquote;

কলি জানায়, তার পিতার নাম মোতালেব ফকির, মাতার নাম আনোয়ারা খাতুন এবং তার বড় ভাইয়ের নাম শিপন।

এ বিষয়ে চেয়ারম্যান আবুল হোসেন জানান, নান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন লোক মারফত আমার কাছে মেয়েটিকে পাঠিয়েছেন। আমি যথাসম্ভব চেষ্টা করছি মেয়েটির পরিবারের সন্ধান পেতে এবং তাদের কাছে হস্তান্তর করতে। মেয়েটিকে কেউ চিনতে পারলে বা তার পরিবারের সন্ধান জানলে যোগাযোগ করার জন্য বলেন।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: