দানবীর ফসিয়ার রহমান এর মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০১৮, ০৪:০০ এএম

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা প্রতিনিধি

বিশিষ্ঠ সমাজসেবক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ্ব মোঃ ফসিয়ার রহমান এঁর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে খুলনার পাইকগাছা পৌরসভা, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে পৌরসভা চত্তরে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি এড. মোর্ত্তজা জামান আলমগীর রুলু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।

বিশেষ অতিথি ছিলেন মরহুমের ছেলে আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ ও আলহাজ্ব ইসতিয়ার রহমান শুভ, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, ব্যবসায়ী এস এম মোজাম্মেল হক, আনোয়ার ইকবাল মন্টু, আনিছুর রহমান মুক্ত, জি এম ইকরামুল ইসলাম, গোলাম কিবরিয়া রিপন। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন শেখ জালাল উদ্দীন, মনোহর চন্দ্র সানা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, পৌর কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু, এস এম তৈয়বুর রহমান, কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও কবিতা দাশ, ব্যবসায়ী জি এম রশীদুজ্জামান, শেখ আবুল কালাম আজাদ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সম্পাদক ইলিয়াস হোসেন, সহ-সভাপতি জি এম শুকুরুজ্জামান, কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় সরদার। 

উল্লেখ্য, ২০১৬ সালের ১১ আগস্ট সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় দানবীর আলহাজ্ব মোঃ ফসিয়ার রহমান মৃত্যুবরণ করেন। 

বিডি২৪লাইভ/এসএস 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: