‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৬ এএম

বগুড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আপন ওরফে সিজার নামে ৩২ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন, যার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

বুধবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মাটিডালি ব্রিজের কাছে পল্লী মঙ্গল চৌরাস্তায় এ ঘটনা ঘটে। নিহত আপন সদর উপজেলার মানিকচক এলাকার নূর হোসেন খন্দকারের ছেলে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, রাত আড়াইটার দিকে শহরতলীর মাটিডালি ব্রিজের কাছে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর জানতে পেরে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার নির্দেশে সদর থানা পুলিশের একটি দল অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর নেতৃত্বে সেখানে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের উপর গুলি চালাতে শুরু করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সবাই পালিয়ে গেলেও ঘটনাস্থলে আপনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনের বিরুদ্ধে থানায় পাঁচটি অস্ত্রসহ এগারোটি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি এবং আহত ব্যক্তির পকেট থেকে একটি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করেছে পুলিশ।

বিডি২৪লাইভ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: