মুন্সীগঞ্জের শ্রীনগরে গুলিতে নিহত ২

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪০ এএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতাঁরা ইউনিয়নে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সিরাজদিখানের প্রকাশক বাচ্চু হত্যার সাথে সরাসরি জড়িত দুই জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে পুলিশের তিন সদস্য। নিহতরা ‘জঙ্গি’ বলে দাবি করেছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে ইউনিয়নের সাতগাঁও এলাকার কেসি রোডে পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, পূর্বের ইনফরমেশনের ভিত্তিতে আমরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় কেসি রোডে চেকপোস্ট বসাই। রাত একটার দিকে মোটরসাইকেলযোগে দুইজন সেখান দিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের থামতে বলে। কিন্তু তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় পুলিশও পাল্টা গুলি করলে গুলিবিদ্ধ হয়ে দুই জঙ্গি সদস্য কাকা ওরফে শামীম ও এখলাস নিহত হয়। তারা প্রকাশক বাচ্চু হত্যার সাথে সরাসরি জড়িত। এদের বাড়ি জামালপুর জেলায় বলে জানান তিনি। লাশ দুটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে জানিয়েছে পুলিশ।

বিডি২৪লাইভ/ওয়াইএ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: