কারাগারে আদালত বসানো যায়, কিন্তু...

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৯ পিএম

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থ দণ্ডাদেশ দেয়ার পর থেকে তিনি পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন। তবে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে তিনি আদালতে হাজির না হওয়ায় বিচার কাজ বিলম্বিত হচ্ছে। তাই কারাগারের ভেতরে গণমাধ্যমকর্মী ও জনগণের উপস্থিতিতে প্রকাশ্যে বিচারকাজ চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই বিষয়ে নাগরিক টিভির সংবাদ ভিত্তিক ‘বলা না বলা’ টকশো অনুষ্ঠানে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। গত ৫ সেপ্টেম্বর রাতে টকশো অনুষ্ঠানে তিনি কথা বলেন।

তিনি বলেন, যেকোনো জায়গার কারাগারে আদালত বসানো যায়। বিচারকার্য যেকোন জায়গাতে করানো যায়। আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে। উনাকে (বেগম খালেদা জিয়া) কারাগারে রেখে এখানে আদালত বসানো প্রয়োজনীয়তা কেন দেখা দিল? এই ব্যাপারে একটা বড় ধরণে অসংলগ্নতা রয়েছে। আমরা জানতে পেরেছি উনার(বেগম খালেদা জিয়া) শারীরিক অবস্থার খারাপ। যা বিএনপির পক্ষ থেকেও বার বার বলা হচ্ছে। উনি (বেগম খালেদা জিয়া) হাটতে পারেন না, পরে যান। ওখানে (কারাগারে) যে পরিস্থিতি রয়েছে তা স্বাস্থ্যসম্মত না। কারাগার আদালতে সুবিচার হলে কোনো অসুবিধা নেই। তবে কারাগারে কেন আদালত বসানো হয়েছে তা আমি ক্লিয়ার না।

বলা হচ্ছে বেগম জিয়া হাজিরা দিতে পারছেন না এমন মন্তব্যের পরিপেক্ষিতে তিনি আরও বলেন, হাজিরা দিতে পারছেন না কেন? উনার শারিরীক অবস্থা খারাপ? আর উনি যদি বাহিরে হাজিরা দিতে না চান তাহলে কারাগারের ভিতরে হাজিরা দিবেন কেন?

বিডি২৪লাইভ/এসআই/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: