মাছের চোখে বসানো হচ্ছে চকচকে পাথর!

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৫ এএম

সাধারনত সতেজ আর চকচকে হলেই বাজেরের মাছটি কিনে ফেলন ক্রেতা। মাছের কানকো আর চোখ দেখেই বুঝে নেন মাছটি তাজা কিনা। আর এখানেই ধোকা দেয়া হচ্ছে ক্রেতাদের। মাছের চোখে পাথরের চকচকে চোখ বসিয়ে দেয়া হচ্ছে। যাতে করে প্রতারিত হচ্ছেন ক্রেতারা।

সম্প্রতি কুয়েতের একটি দোকানে ধরা পরেছে এমন অভিনব একটি প্রতারণার ঘটনা। ঘটনা জানাজানি হওয়ার পর সেই দোকানটি বন্ধ করে দেয়া হয়।

কুয়েতের স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারে এক ব্যক্তি একটি টাটকা মাছ ও একটি পাথরের চোখ বসানো মাছের ছবি পাশাপাশি রেখে পোস্ট করেন। ভাল করে না দেখলে আলাদা করা খুবই মুশকিল। পোস্ট হতেই তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। টুইটারে এক ধাক্কায় ছয় হাজার লাইক পড়ে এই পোস্টে।

একজন টুইটারে লেখেন, এই মাছের দোকানের মালিক নিশ্চয়ই একজন সৃষ্টিশীল মানুষ। নইলে এটা কীভাবে মাথায় আসবে।

কেউ লেখেন, এই মাছের দোকানদারকে শাস্তি পাওয়া উচিত।’ কেউ বলেন, ‘এতে বোঝাই মুশকিল। যদি পেটে এই নকল চোখ চলে যেত!

অনেকে আবার মাছ নিয়ে নানা রকম মজার জোকসও পোস্ট করেন। তবে সব মিলে পচা মাছকে টাটকা বলে চালানোর জন্য নকল চোখ বসিয়ে বেচার চেষ্টা দেখে চমকে গিয়েছেন অনেকেই।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: