মাদক ব্যবসা ছেড়ে দেয়ার অঙ্গীকার

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২৯ পিএম

সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুর মহল্লার বাবু শেখ মাদক ব্যবসা ও রাজনীতি ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। রবিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। বাবুর পক্ষে তার একমাত্র ছেলে কলেজ ছাত্র শাহেদ শেখ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। 

লিখিত বক্তব্যে উল্লেখ করেন, পরিবেশ পরিস্থিতির কারণে এক সময় মাহমুদপুর মহল্লায় মাদক ব্যবসায় জড়িয়েছিলাম। ২০০৮ সালে সন্তান ও স্ত্রীর চাপে মাদক ব্যবসা সম্পূর্ণ বে ছেড়ে দিয়েছি। কিন্তু পারিবারিক শত্রুতার কারণে কতিপয় লোকজন অপপ্রচার চালাচ্ছে আমি এখনো মাদক ব্যবসার সাথে জড়িত। এ কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা ও অঙ্গীকার করছি ‘আমি মাদক ব্যবসার সাথে জড়িত নই ও ভবিষ্যতে জড়িত হব না এবং একই সাথে কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হব না।’ 

সংবাদ সম্মেলনে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে সুস্থ-স্বাভাবিক জীবনযাপন করতে আইনশৃংখলা বাহিনীর সহমর্মিতা ও সহযোগিতা কামনা করেন।  

সংবাদ সম্মেলনে বাবুর ছেলে কলেজ ছাত্র শাহেদ জানান, আমার বাবা ১২ বছর যাবত মাদক ব্যবসার সাথে জড়িত না। বাবা গুরুতর অসুস্থ। বাবার হার্টে চারটি ব্লক ধরা পড়েছে। বর্তমানে ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এ অবস্থায় বাবাকে নিয়ে সুস্থ-স্বাভাবিক জীবনযাপন করতে সাংবাদিক ও আইনশৃংখলা বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।  

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: