এবার সেনাবাহিনীতে কুকুরের পরিবর্তে যোগ দিল বেজি!

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩০ পিএম

ইতোমধ্যে প্রশিক্ষণরত বেজিদের সেনাসদস্যদের মতো দেয়া হয়েছে পরিচিতি নম্বর। কিছুদিনের মধ্যেই কাজে নামিয়ে দেয়া হবে বেজিগুলোকে।

আগে যে কোন অভিযানে সাধারণ পুলিশ বাহিনী বা সেনাবাহিনীর সঙ্গে থাকত ডগ স্কোয়াড বা কুকুর বাহিনী। তবে এবারই প্রথম কোন দেশের সেনাবাহিনীতে যোগ হচ্ছে কুকুরের পরিবর্তে বেজি।

প্রাণী বিশেষজ্ঞদের মতে, বিষধর সাপ মারতে ও গর্তে লুকিয়ে রাখা কিছু বের করে আনতে বেজি বেশ সুপরিচিত। তবে বিস্ফোরক খুঁজতে বেজির ব্যবহার এই প্রথম।

এ ব্যাপারে শ্রীলংকার সেনাকর্তাদের দাবি, মাইন ও বিস্ফোরক খোঁজার কাজেও পারদর্শী বেজি। এদের ঘ্রাণশক্তি কুকুরের থেকে কোনো অংশে কম নয়। কিছু কিছু ক্ষেত্রে বেজি কুকুরকেও টেক্কা দিতে পারে। আর এটি প্রমাণিত।

একটি বেজিকে পুরোপুরি প্রশিক্ষিত করে তুলতে ছয় মাসের মতো সময় লাগে বলে জানিয়েছেন সেনাকর্তারা। আপাতত দুটি বেজিকে প্রশিক্ষণ দেয়ার কাজ চলছে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: