যৌন কেলেঙ্কারিতে সিবিএস প্রধানের পদত্যাগ!

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৯ পিএম

যৌন কেলেঙ্কারি ও অসদাচরণের অভিযোগ ওঠার পর, তাৎক্ষণিক পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের বৃহৎ মিডিয়া গ্রুপ সিবিএসের প্রধান লেস মুনভেস।

সিবিএসের ম্যাগাজিন দ্য নিউ ইয়র্কারে গত জুলাইয়ে মুনভেসের বিরুদ্ধে প্রথম যৌন নিপীড়নের অভিযোগ উঠে। নতুন করে গত রবিবার আরও ছয়জন নারী তার বিরুদ্ধে অভিযোগ তুললে তিনি তাৎক্ষণিক পদত্যাগ করেন। তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে সিবিএস।

তবে ৬৮ বছর বয়সি মুনভেস তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এটিকে ‘হতবুদ্ধকর’ বলে আখ্যায়িত করেছেন। এদিকে, সিবিএস ও মুনভেস জানিয়েছেন, তারা ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনকে সমর্থন করে ২০ মিলিয়ন ডলার দান করবেন।

রবিবার সিবিএসের এক বিবৃতিতে জানানো হয়, মুনভেস চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও সিইওর পদ থেকে তাৎক্ষণিক পদত্যাগ করবেন। জোসেফ আইয়ানেইলো পরবর্তী প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। সূত্র: বিবিসি

বিডি২৪লাইভ/এএআই/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: