যবিপ্রবির নবাগত শিক্ষকদের সংবর্ধনা

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১০:১১ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি(এপিপিটি) বিভাগে নতুন দুইজন শিক্ষক মো. সুমন রানা ও ফারজানা ইয়াসমিন এর যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান এর আয়োজন করা হয়।  

সোমবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠানে এপিপিটি বিভাগের সম্মানিত চেয়ারম্যান ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, ‘প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত পড়ালেখায় আরও মনোযোগী হওয়া যাতে তারা দেশ ও জাতির উন্নয়ন সাধনে কাজ করতে পারে।’ এছাড়াও তিনি এই বিভাগের লক্ষ্য-উদ্দেশ্য, ল্যাব, ইন্ডাস্ট্রিয়াল ট্যুর ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবাগত শিক্ষক সুমন রানা ও শিক্ষিকা ফারজানা ইয়াসমিনসহ দ্বিতীয় বর্ষের নাজমুল হোসাইন, প্রথম বর্ষের প্রথমা, তৃতীয় বর্ষের মৌমিতা দাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিপিটি বিভাগের শিক্ষক সামিউল আলম,  শফি আহমেদ, আশিস কুমার দাস সহ সকল বর্ষের ছাত্রছাত্রী।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: