এশিয়া কাপে কেমন খেলবে ভারত?

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৪ পিএম

সবাই জানেন এশিয়া কাপে খেলবেন না ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। এটা ভারতের জন্য নিঃসন্দেহে একটি নেতিবাচক দিক। তবে কোহলি বাদে পুরো শক্তির দল নিয়েই এশিয়া কাপে যাচ্ছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনিরা আছেন স্কোয়াডে। ইংল্যান্ডে ওয়ানডে সিরিজে না থাকা আমবাটি রাইডু, মনিশ পান্ডে ও কেদার যাদব দলে ফিরেছেন। চোটের কারণে ওই সিরিজে না খেলা জাসপ্রিত বুমরাহও ফিরেছেন।

বর্তমানে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ডে থাকা ভারতের সফর শেষ হবে ১১ সেপ্টেম্বর। তার চারদিন পর পর্দা উঠবে এশিয়া কাপের। টুর্নামেন্টটির ফাইনালের পর এক সপ্তাহ না যেতেই ৪ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নামবে ভারত। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ শেষে আছে অস্ট্রেলিয়া সফর। এমন ব্যস্ত সূচির কারণেই নিয়মিত অধিনায়ক কোহলিকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা।

ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, অম্বাতি রাইড়ু, মনিশ পান্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চেহেল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, খলিল আহমেদ, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ

সম্ভাব্য একাদশ ও শক্তিমত্তা: 
১) ওপেনিং-এশিয়া কাপে প্রতিপক্ষ দেশগুলোর বোলিংয়ে নাভিশ্বাস তুলে দিতে পারে ভারতীয় ওপেনিং জুটি৷ দলের বেশ কিছু পরিবর্তন হলেও ওপেনিং জুটি একই থাকছে৷ রোহিতের সঙ্গে ব্যাটিং করবেন শিখর ধাওয়ান৷

ডান-বাম জুটি ভারতকে অনেক ম্যাচে দারুণ সূচনা দিয়েছে৷ নতুন করে এই ওপেনিং নিয়ে চর্চা করার কিছু নেই৷উল্টে দুই ওপেনারের কিছু পরিসংখ্যান দেয়া যাক৷এখনও পর্যন্ত গত পাঁচ বছরে দুজনে জুটিতে ৭৮ ইনিংস খেলেছেন৷ পার্টনারশিপে সব মিলিয়ে রান রয়েছে ৩৪৪৪৷ জুটিতে সর্বোচ্চ রান ১৭৮৷ দুজনের মধ্য শতরান পার্টনারশিপ রয়েছে ১২টি ও অর্ধশতরান পার্টনারশিপ ১০টি৷

২) মিডল অর্ডার (রাহুল,দীনেশ,ধোনি, মনীশ) কোহলি নেই তাই মিডল অর্ডারে পরিবর্তন লক্ষ্য করা যাবে৷ তিন নম্বরে আসতে পারেন মনীশ পান্ডে৷ ক্যারিয়ারে এখনো পর্যন্ত তিন নম্বরে ব্যাটিংয়ে সুযোগ পাননি৷ চার বা পাঁচেই ব্যাটিংয়ে নামেন৷কোহলির অনুপস্থিতে কম্বিনেশনে পরীক্ষা নিরীক্ষার ভাবনা চিন্তা থাকলে মনীশকে তিনে রেখে লোকেশ রাহুলকে চারে ব্যবহার করতে দেখতে পারে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক৷ সে ক্ষেত্রে পাঁচে ধোনি৷ বেশি ওভার খেলার সুযোগ পাবেন ফলে শেষদিকে দিয়ে দীনেশের সঙ্গে জুটিতে চালিয়ে খেলে ফিনিশারের কাজটা করে দিতে পারবেন মাহি৷

দস্তানা হাতে অবশ্য এশিয়া কাপে দীনেশকে দেখার সুযোগ কম৷উইকেটের পিছনে ধোনিই থাকছেন৷ প্রয়োজনে রোল বদল হলে নিদাহাস ট্রফিতে পুরোনো দীনেশকে পাওয়া যেতে পারে ফিনিশার রোলে৷ ধোনি সেক্ষেত্রে ইনিংস গড়ার কাজটা করবেন৷

৩) অলরাউন্ডার-ভারতীয় দলে সেরা সম্পদ অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া৷ ব্যাটিংয়ে দীনেশের পরে সাত নম্বরে আসবেন আর বোলিং উইকেটের চরিত্র বুঝে৷ নির্বাচিত দলে অবশ্য হার্দিক ছাড়ারও অক্ষর প্যাটেল ও কেদার যাদব রয়েছে৷

৪) সিমার-বুম বুম বুমরাহের সঙ্গে জুড়ে যাবেন ভুবনেশ্বর কুমার৷ বিপক্ষ ব্যাটিংয়ে ঘুম ছুটিয়ে দেয়ার জন্য দুই বোলারের আক্রমণাত্মক সুইং যথেষ্ট৷ শুরুতে বিপক্ষ সাবধান না থাকলে টুর্নামেন্টে অপ্রতিরোদ্ধ হয়ে উঠতে পারে ভুবি-বুমরা জুটির বোলিং৷

৫) স্পিনার-আরব আমিররাতে আয়োজিত এশিয়া কাপে ভারতীয় স্পিনারদের দিকে নজর থাকবে৷ বিশেষ করে কুলচা অর্থাৎ কুলদীপ-চাহাল জুটি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে এশিয়া কাপে কীভাবে প্রস্তুতি সারে সেদিকে চোখ থাকবে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের৷

সবমিলিয়ে কোহলিবিহীন ভারতও যথেষ্ট শক্তিশালী ও সমীহ জাগানোর মত দল। চ্যাম্পিয়ন হওয়ার সব যোগ্যতাই তাদের আছে। তারপরও ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। সুতরাং, মাঠেই বোঝা যাবে মূল শক্তিমত্তা।

বিডি২৪লাইভ/এএআই/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: