ইতিহাসের বৃহত্তম সামরিক মহড়া!

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০১:২১ পিএম

ইতিহাসের সবচেয়ে বৃহত্তম সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। সাইবেরিয়ার সমগ্র পূর্বাঞ্চল জুড়ে চলছে এই সামরিক তৎপরতা। হাজার হাজার সৈন্য এতে অংশ নিয়েছে। তবে এবারই প্রথম রাশিয়ান সৈন্যদের সাথে চীনের সেনারাও যোগ দিয়েছে মহড়ায়।

স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে এতো বড় ধরনের সামরিক আয়োজন আর দেখা যায়নি। সাবেক সোভিয়েত ইউনিয়ন আমেরিকার বিরুদ্ধে তার অব্যাহত লড়াই চালিয়ে যাওয়ার প্রক্রিয়া হিসেবে কয়েক দশক আগে এ ধরনের প্রস্তুতি নিয়েছিল। তবে রাশিয়ার এই তৎপরতাকে নেতিবাচকভাবে দেখছে ন্যাটো। সামরিক মহড়াটিকে তারা অভিহিত করেছে ‘বড় মাপের সংঘর্ষের অনুশীলন’ হিসেবে।

এই মহড়ায় রাশিয়ার প্রায় তিন লক্ষ সেনা যোগ দিয়েছে। রাশিয়ান নিরাপত্তা বিভাগের দেয়া তথ্য অনুযায়ী, এখানে ৩৬ হাজার ট্যাংক, ১ হাজার যুদ্ধ বিমান ও হেলিকপ্টার এবং ৮০টি রণতরী অংশ নিচ্ছে। সূত্র: আল জাজিরা

বিডি২৪লাইভ/এএআই/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: