ক্ষতিগ্রস্ত বেদে পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৭ পিএম

নোয়াখালী সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের বেদে পল্লীতে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৬ টি পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামে জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রতিগ্রস্ত বেদেদের হাতে ৩০ কেজি করে ত্রাণের চাউল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম সরদার।

এ সময় জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মো. নিজাম উদ্দিন, সাংবাদিক আকবর হোসেন সোহাগ, বাংলাদেশ রিপোর্টাস ক্লাব নোয়াখালীর সহ-সভাপতি আবদুল মোতালেব বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল আমিন, নোয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য মো. নিজাম উদ্দিন, এওজবালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হেলাল হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও চেক বিতরণের কথা রয়েছে।

বিডি২৪লাইভ/এমকে
 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: