ফেরির তলা ফেটে ইঞ্জিনরুমে পানি

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩১ এএম

ভোলা-বরিশাল রুটে মাঝ নদীতে ৯টি ট্যাংক লরি, ট্রাকবোঝাই ফেরি কেতকী দুর্ঘটনায় পড়ে। বৃহস্পতিবার(১৩ সেপ্টেম্বর) হুইল স্ট্রেয়ারিং ছিঁড়ে নিয়ন্ত্রণহীনভাবে ভেসে গিয়ে চরে আটকাপড়ায় ফেরির তলা ফেটে ইঞ্জিনরুমে ঢুকেছে।

ফেরির ম্যানেজার সিহাব উদ্দিন জানান, সকাল ৮টা ১০ মিনিটে ফেরিটি লোড নিয়ে বরিশালের লাহেরহাট ঘাটের উদ্দেশে রওনা দেয়। তেঁতুলিয়া নদীতে তীব্র পানির ঘূর্ণন স্রোতের মুখে পড়ে স্ট্রেয়ারিং হুইলের তার ছিঁড়ে গেলে ফেরি স্রোতে ভাসতে থাকে। এটি উত্তর দিকে ভেসে যেতে যেতে এইচ মার্কা পার হয়ে মহিষের এলাকায় আটকা পড়ে।

বিকালে জোয়ারের সময় ফের ওই চর থেকে এটিকে উদ্ধার করে আনার সময় দেখা যায়, ইঞ্জিনরুম দিয়ে পানি প্রবেশ করছে। এরপর ফায়ার সার্ভিস বিভাগকে খবর দেয়া হয়। এ ছাড়া নিজস্ব উদ্যোগেও পানি সেচ দিয়ে বেড় করা হয়। তবে জরুরি ব্যবস্থা নেয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানান ফেরি ও যানবাহনের চালকরা।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: