আগুনে পুড়ল ১০ দোকান

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪২ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর সদর এলাকায় শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় হাজার হাজার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়ার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তাহের মেট্টোস (লেপ তোষকের) দোকানের পিছনে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটলে নিমিষে শাহ আলমের দোহাজারী মিষ্টি ঘর, সিরাজুল ইসলামের দোহাজারী ভাতঘর, জকরিয়ার মুদির দোকান, আলাউদ্দীনের কুলিং কর্ণার, ইসলামের লেপ তোষকের দোকান, আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস সম্পূর্ণ ভস্মীভূত হয়। আশ-পাশের আরো কয়েকটি দোকানে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। ১০টি দোকান পুড়ে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় আ’লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম বদরুদ্দোজাসহ সরকারী ও বেসরকারী কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং আর্থিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: