প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৫ পিএম

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‌‌‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। তাই আসুন আমরা তার হাতকে শক্তিশালী করি। বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলি।

শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলার হিলালপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে উপস্থিত নেতাকর্মী ও জনতার উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আবু জাহির এমপি, আব্দুল মুনিম চৌধুরী বাবু এমপি, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাই, হবিগঞ্জের সিভিল সার্জন ডা. সুচীন্ত চৌধুরী, এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

ড. শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, দেশের তৃণমূল মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা সারা দেশে কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। বাহুবল উপজেলায়ও এ রকম ১৯টি ক্লিনিক নিরলস সেবা দিয়ে যাচ্ছে। ওইসব ক্লিনিকে মাতৃত্বকালীন সেবা, শিশু স্বাস্থ্যসেবা, ডেলিভারি কার্যক্রম ছাড়াও সকল প্রকার স্বাস্থ্যসেবা দেয়া হয়। এছাড়াও ওইসব ক্লিনিক থেকে জনসাধারণের মাঝে ৩২ প্রকারের সরকারি ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়ে থাকে।

তিনি বলেন, বাহুবল উপজেলার হিলালপুর কমিউনিটি ক্লিনিকে দেখতে পাচ্ছি সৌরবিদ্যুৎ রয়েছে। অচিরেই এখানে বিদ্যুৎ পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে।

শুক্রবার সকালে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বাহুবল উপজেলায় অবস্থিত দি প্যালেস লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত ‘রোল অব এমপি’স ইন মনিটরিং এন্ড ইমপ্লিমেন্টিং এসডিজিস’ শীর্ষক কর্মশালায় যোগ দেন। জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনডিপি বাংলাদেশ আয়োজিত এ কর্মশালায় স্পীকার, ডেপুটি স্পীকার, চীফ হুইপ, হুইপসহ ৩০ জন এমপি অংশগ্রহণ করেন। দিনব্যাপি কর্মশালা শেষে তিনি ওই রিসোর্টে রাত্রী যাপন করেন। শনিবার দুপুরে উপজেলার হিলালপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে তিনি বিকালে ট্রেনযোগে ঢাকায় ফিরেন।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: