দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক সচেতনতা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৫ পিএম

রাজশাহীর মোহনপুরে জেলা ট্রাফিক পুলিশ শাখার আয়োজনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং সড়ক মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা বৃদ্ধির লক্ষে ট্রাফিক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় ডাক বাংলা চত্ত্বরে মোহনপুর ট্রাফিক শাখার টিআই হামিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদুল হাসান।

স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবুল কাশেম আজাদ।

&dquote;&dquote;

বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার-উল-হালিম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর) আব্দুর রাজ্জাক খান, ট্রাফিক পুলিশের টিআই-১ সৈয়দ মিলাদুল হুদা, রাজশাহী মহানগর নিরাপদ সড়ক চাই সংগঠনের সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মোরর্শেদ রঞ্জু, বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল আলম, ইউপি সদস্য ইসরাইল হোসেন, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, মোহনপুর নিরাপদ সড়ক চাই সংগঠনের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব মোজাম্মেল হক প্রমুখ।

গার্লস গাইডের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোনিয়া আক্তার। সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের সাথে নিয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অবৈধ যানবাহন ও চালকের কাগজপত্র যাচাই-বাছাই করে বৈধ কাগজপত্র না থাকায় কয়েকটি যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দায়ের করে মোহনপুর ট্রাফিক শাখার টিএস আই আবুল কালাম।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: