প্রথমবারের মতো ফুড সেইফটি ম্যানেজমেন্ট ডিগ্রি দেবে বাকৃবি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫০ পিএম

দেশে প্রথমবারের মতো ফুড সেইফটি ম্যানেজমেন্ট এর ওপর স্নাতক ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয় (বাকৃবি) । ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে ফুড সেইফটি ম্যানেজমেন্ট বিভাগে ৩০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ।

সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন খান, প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন।

ভর্তি কমিটির আহ্বায়ক জানান, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইন ও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এছাড়া ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (admission.bau.edu.bd) পাওয়া যাবে।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: