গোপনে হজ পালন করেন যারা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৮ এএম

প্রতিবছর সারা পৃথিবী থেকে লাখ লাখ মুসলমান মক্কায় হজ পালন করেন। কিন্তু ‘আহমদিয়া মুসলিম’ সম্প্রদায়ের অনুসারীদের সৌদি আরবে প্রবেশও নিষিদ্ধ। তাদের কেউ সৌদি আরবে গেলে আটক বা দেশে ফেরত পাঠানো হতে পারে।

এ কারণে দেখা যায় তাদের অনেকে গোপনেই হজ পালনের জন্য সৌদি আরব যান। কথা হয় এমনই একজনের সাথে, যিনি কিনা, গোপনে সৌদি আরব গিয়ে হজ পালন করেছেন

তিনি বলেন, অনেক ঝুঁকি ছিল। কিন্তু যখন আপনি যাচ্ছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তখন আপনিও আল্লাহর সহায়তা পাবেন কারণ তিনি জানেন আমি একজন মুসলিম। তাই আল্লাহর সমর্থন আমি পাব।

‘আহমদিয়া মুসলিম’ সম্প্রদায়ের অনুসারীরা নিজেদের মুসলিম হিসেবে দাবি করলেও মুসিলম পণ্ডিতরা তাদের মুসলিম হিসেবে স্বীকৃতি দেয় না।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: