মুসলমান মেয়েদের হাত মেলানো নিয়ে যা বলল পপি

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৬ এএম

সম্প্রতি টিভি অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ‘সেন্স অফ হিউমার’ ইতোমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এরইমধ্যে এটিতে অনেক তারকা অংশগ্রহণ করেছেন। এখানে এসেছেন রাজনীতিবিদ শামীম ওসমান পর্যন্ত। এসেছেন ডিপজল। এই অনুষ্ঠানে সম্প্রতি এসেছেন নায়িকা পপি।

প্রত্যেকে তাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নানা বিষয়ে এখানে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে পপি জয়ের সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানান। জয় হাত বাড়িয়ে দিলেও পপি হাত মেলাতে অস্বীকৃতি জানান। জয় জানতে চান হাত মেলানো যাবে কি না, জবাবে পপি বলেন, মুসলমান ধর্মে নারী-পুরুষ হাত মেলানো ঠিক না।

এরপর অনুষ্ঠানের এই অংশের ভিডিও ক্লিপস ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। কিন্তু এ বিষয়ে পপি মাথা ঘামাতে নারাজ।

পপি বলেন, যারা আমার কথা ভালোভাবে নেবে, তাদের কাছে ভালো। যারা খারাপ ভাবে নেবে হয়তো তাদের কাছে খারাপ। কিন্তু এটা আমি নরমালি বলেছি। আমার কথার যারা বিভিন্ন অর্থ তৈরি করছে, তারা কেন করছে বুঝতেছি না। আমার অনুষ্ঠানের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত না।

এই অংশের কথোপকথন পাঠকের জন্য তুলে ধরা হলো-

জয়: সেন্স অব হিউমারের সেটে স্বাগত।
পপি: ধন্যবাদ।
জয়: (নিজের হাত বাড়িয়ে) হাত কি মিলানো যাবে?
পপি: স্লামালিকুম
জয়: ওয়ালাইকুম। ওহ! আসসালামু আলাইকুম বেয়াইন সাব?
পপি: বেয়াইন সাব না। আসলে মুসলমান ধর্মে মেয়েদের...
জয়: হাত মেলানো যায় না..
পপি: হাত মেলানো উচিত না
জয়: সেজন্য তুমি আমার সাথে হাত মেলাবা না...
পপি: মনের মিল থাকলেই তো হচ্ছে...
জয়: এই মনের মিল করেই কী এত বছরের সিনেমা ক্যারিয়ার পার করে দিলে? হাত না মিলিয়েই?
পপি: যেখানে মনের মিল আপনার সাথে এত বেশি... সেখানে হাত না মেলালেই...
জয়: মানে, কোনো ভাবেই তোমার হাত ধরে তোমাকে স্বাগত জানানো যাবে না, আচ্ছা ঠিক আছে চল আমি তোমাকে আমার চেয়ারে বসিয়ে দিই।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: