কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০০ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মধ্যবয়সী অজ্ঞাত পরিচয়ের এক পাগলের (নারী) মৃত্যু হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিয়াবাজার টাইম স্কয়ার হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় গাড়িটি পাগলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল ইসলাম জানান, আনুমানিক ৫০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন পাগলের লাশটি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে।

এদিকে অপর এক সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামে গাড়ি উল্টে মো. সবুজ (২২) নামের এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল আনুমাানিক সাড়ে ৭ টার দিকে চৌদ্দগ্রামের পদুয়া গুনবতী সড়কের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ গুনবতী ইউনিয়নের ফুলের নওড়ী গ্রামের হাফেজ হানিফের পুত্র।

দুর্ঘটনাকবলিত গাড়ির মালিক শাহাদাত বেপারী জানান, বুধবার ভোরে গ্যাস নেওয়ার জন্য পদুয়া রাস্তার মাথায় যাওয়ার পথে অজ্ঞাত কারনে ব্র্যাক অফিসের সামনে সিএনজি গাড়িটি উল্টে সবুজের গায়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চৌদ্দগ্রাম থানার কর্তব্যরত অফিসার এএসআই রেজাউল জানান, দুর্ঘটনার বিষয়টি কিছুক্ষণ আগে শুনেছি।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: