লিটনের কাঁধে ভুলুর লাশ!

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৫ পিএম

বীর মুক্তিযোদ্ধা ও রাজাশাহী অঞ্চলের বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মাহবুব জামান ভুলু চির নিদ্রায় শায়িত হলেন। রাজশাহী কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে ভুলুর লাশ হেতেমখাঁ গোরস্থানে নিয়ে যাওয়া হয়। মেয়র লিটন নিজে ভুলুর লাশ কাঁধে নেন।

বুধবার (১৯ সেপ্টেম্বর) জোহরের নামাজের আগে মরহুম মাহবুব জামান ভুলুর লাশ রাজশাহী কলেজ মাঠে নেয়া হয়। মুক্তিযোদ্ধা ভুলুর কফিন জাতীয় পতাকায় মুড়িয়ে রাজশাহী কলেজ শহীদ মিনারে রাখা হয়। সেখানে তাকে গার্ড অব অনার দেয়া হয়। এর পর নামাজে জানাজা শেষে রাজশাহীর সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করে।

এদিকে জানাজায় সর্বস্থরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় রাজশাহী কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জানাজায় শরীক হন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হক, রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সাংসদ আক্তার জাহান, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার এসএম হাফিজ আক্তার, রাজশাহী জেলার প্রশাসক এসএম আব্দুল কাদের, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, বিএনপি চেয়াম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকা, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজশাহীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: