ওপেনারদের হারিয়ে শুরুতেই চাপে পাকিস্তান

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৬ পিএম

এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান। ইমাম উল হক ও ফখর জামানের দুটি উইকেটই লাভ করেছেন ভুবনেশ্বর কুমার। ব্যাটিং সহায়ক উইকেটেও দুর্দান্ত বল করছেন ভারতের পেসাররা। ভুবনেশ্বর ও জসপ্রিত বুমরাহর সুবাদে দারুন সূচনা করেছে ভারত। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৪ রান। এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

দুই দলের একাদশ:

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, দিনেশ কার্তিক, আমবাটি রাইডু, মণীষ পান্ডে, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, কুলদিপ যাদব, খলিল আহমেদ, যুজবেন্দ্র চাহাল।

পাকিস্তান: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মাদ আমির, হাসান আলি ও উসমান খান।

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: