২০ সেপ্টেম্বর থেকে ববির ভর্তি পরীক্ষার আবেদন শুরু

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৭ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হচ্ছে আগামীকাল ২০ সেপ্টেম্বর দুপুর থেকে, যা চলবে ২২ অক্টোবর সোমবার রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা আগামী ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।  

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের অধীন ২২টি বিভাগের পাশাপাশি চলতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে নতুন আরও ২টি বিভাগ সংযোজিত হয়েছে, যার একটি ‘ইতিহাস ও সভ্যতা বিভাগ’ এবং অন্যটি ‘পরিসংখ্যান বিভাগ’। 

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে “admission.eis.bu.ac.bd” এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি উপরোক্ত ওয়েবসাইট ছাড়াও ‘barisaluniv.ac.bd এবং barisaluniv.edu.bd’ তে পাওয়া যাবে। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. ফয়সাল আহমেদ রুমি এ তথ্য জানিয়েছেন।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: