ছাত্রদল যদি না থাকে, ভোট দেবে কে?

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৪ পিএম

জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচন করা সরকারের একটা ইচ্ছার প্রতিফলন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম নাজিম মাহমুদ।

তিনি বলেছেন, ‘ডাকসু নির্বাচনের জন্য সবার আগে ভোটারদের অবস্থান দরকার। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল যদি অবস্থান না করে তাহলে ভোট দেবে কে?’

গত রবিবার (১৬ সেপ্টেম্বর) রাতে বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট এর জনপ্রিয় টকশো ‘আজকের বাংলাদেশ’ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আলোচনার বিষয় ছিল ‘কার দরকার ডাকসু’। উপস্থাপনায় ছিলেন খালিদ মুহিউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড.এ এস এম মাকসুদ কামাল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী।

এই মুহূর্তে ডাকসু নির্বাচন কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এমন প্রশ্ন রেখে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম নাজিম মাহমুদ বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। সেই মুহূর্তে ডাকসু নির্বাচনের কথা বলা হচ্ছে কেন? ২০০৮ সালের নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত ছাত্রদলের কোনো ছেলে হলে থাকা তো দূরের কথা, ক্যাম্পাসে পরীক্ষা দিতে গেলে পরীক্ষা হল থেকে ধরে নিয়ে গিয়ে মেরে পুলিশে দিয়েছিলেন ছাত্রলীগ।’

‘ছাত্রদল সব সময় ডাকসু নির্বাচন চেয়েছে। ডাকসু নির্বাচন করার আগে যে জিনিসটা আমাদের জানতে হবে সেই বিষয়গুলো হল- ছাত্রদের স্ব-অবস্থান সবার আগে ঠিক করতে হবে। আগে অনেক ভিসি ডাকসু নির্বাচন করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু কেন হয় নাই। সেই বিষয়গুলো নির্ণয় করতে হবে। জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচন করা সরকারের একটা ইচ্ছার প্রতিফলন।’

বিডি২৪লাইভ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: