হঠাৎ কি হলো বাংলাদেশের?

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৬ পিএম

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক জয়, দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে পুরোপুরি বিধ্বস্ত। সুপার ফোরের প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ব্যাকফুটে বাংলাদেশ। কোন রকম প্রতিদ্বন্দ্বিতা তো দুরের কথা তাদের ব্যাটিং ষ্টাইল দেখে মনে হচ্ছে অনেক কষ্টে ক্রিজে টিকে আছেন। এখান থেকে বাংলাদেশ ঘুরে দাড়াতে পারবে কিনা, সেটা সময়ই বলে দেবে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৬৭ রান। ব্যাটিং করছেন মাহমুদুল্লাহ ও মোসাদ্দেক।

আউট হয়ে ফিরে গেছেন লিটন, শান্ত, সাকিব, মুশফিক ও মিথুন।

উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। অভিষেক ঘটানো হয়েছে নাজমুল হোসেন শান্ত এবং আবু হায়দার রনিকে। মুশফিককে বিশ্রাম দিয়ে নেয়া হয়েছিল মুমিনুল হককে। ভারতের বিপক্ষে বাদ পড়েন মুমিনুল এবং আবু হায়দার রনি। দলে ফিরেছেন মুশফিক এবং মোস্তাফিজ।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: