সাড়ে ৩ মণ মা ইলিশ জব্দ, ৭ জেলে আটক 

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০৫:১২ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলা মৎস্য দপ্তর ও থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ লক্ষ ২৫ হাজার মিটার কারেন্ট জাল সাড়ে ৩ মণ মা ইলিশ জব্দ করেছে একই সাথে ৭ জেলেকে আটক করেছে। পরে মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। জব্দকৃত মা ইলিম এতিমখানায় বিতরণ করা হয়েছে।

রবিবার (১৪ অক্টোবর) ভোর রাতে পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম সঙ্গীয় পুলিশ দল ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারীরা অভিযানে যান। এসময় কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়।

উপজেলা মৎস্য কমকর্তা মো. আব্দুস সালাম বলেন, বিরুপ আবহাওয়া থাকা সত্বেও সাহসিকতার সাথে অভিযান চালিয়ে যাচ্ছি একই সাথে মা ইলিশ রক্ষা ও ডিম ছাড়া নিশ্চিত করার লক্ষ্যে রাতে দিনে ছুটে চলেছি পদ্মা নদীতে।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: