৩০ হাজার মিটার কারেন্ট জালসহ ৫০ কেজি মা ইলিশ জব্দ 

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৩:১১ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলা মৎস্য দপ্তরের ৯ম দিনের শ্বাস রুদ্ধকর অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫০ কেজি  মা ইলিশ জব্দ করেছে।  একই সাথে জব্দকৃত মাছ এতিম খানায় বিতরণ করা হয়েছে। 

জানা গেছে মঙ্গলবার (১৬ অক্টোবর) ভোর রাতে নৌকাযোগে পদ্মা নদীতে অভিযানে যান পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালামসহ সঙ্গীয় পুলিশ দল ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারীরা। 

পৃথক অভিযানে পাংশা শহরের অবৈধ কারেন্ট জালের দোকানে অভিযান চালিয়ে ম্বরুপ কুমারদেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন। 

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: