নারীদের ‘মি টু’র পরে পুরুষদের ‘হিম টু’

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৭:০৭ পিএম

বিশ্বের আনাচে-কানাচে পৌঁছে গেছে ‘মি টু’। আন্দোলনের ঝড়ে নাজেহাল সিনেমা জগৎ থেকে শুরু করে রাজনীতির অঙ্গন পর্যন্ত হোমরা-চোমরা ব্যক্তিরা। তবে যৌন নির্যাতনের শিকার কেবল নারীরাই নয়। শিকার পুরুষরাও। আর তাই এবার ‘মি টু’কে টেক্কা দিতে মাঠে হাজির হয়েছে ‘হিম টু’।

এবার যৌন হয়রানির মিথ্যা অভিযোগে ফেঁসে যাওয়ার ঘটনা নিয়ে হিম টু হ্যাশট্যাগে সরব হয়েছেন পুরুষরা।

সর্বপ্রথম পিটার হ্যানসনের মা ওই অনলাইন পোস্টে ছেলের পক্ষ নিয়ে লিখেছেন, ‘হিম টু’। পোস্টে নিজের সুদর্শন ছেলের একটি ছবিও দিয়েছেন তিনি। মি টুর পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই চালু হয়েছে হিম টু।

&dquote;&dquote;এএফপি জানায়, যেদিন কাভানি সুপ্রিমকোর্টের বিচারক হিসেবে শপথ নেন, সেদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন জনৈক পিটার হ্যানসনের মা। ৩২ বছর বয়সী ছেলের পক্ষ নিয়ে তিনি লেখেন, মি টুর জোয়ারে এখন অভিসারে যেতে ভয় পাচ্ছেন পিটার!

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: