এ সপ্তাহ যেমন কাটবে আপনার

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ১১:৩৫ এএম

সপ্তাহের রাশিফল করিগো বর্ণন। মনোযোগ সহকারে করহে শ্রবণ।
মা-বাবা ,ভাই-বোন, আত্মীয় স্বজন, টাকা পয়সা ধন-দৌলত কার হবে কেমন।
প্রেম, বিয়ে সংসার সুখ, বন্ধুভাগ্য ভাই, কেমনে যাবে সাত দিন সে প্যাঁচাল-ই বলে যাই।
                   মকর, কুম্ভ মীন আর মেষ রাশিতে হবে, চাঁদের অবস্থান।
          সেই মতো ঘটিবে ঘটন, জ্যোতিষী বলে যান।

মেষ রাশির সপ্তাহ প্যাঁচালী: এ সপ্তাহটি মেষ রাশির জাতক জাতিকার জন্য শুভ সম্ভাবনাময়। সপ্তাহের শুরুতে আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধির যোগ। প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন। সপ্তাহের মধ্যভাগে আপনার আয় রোজগার বৃদ্ধি পাবে। বন্ধুদের সাহায্যে কোনো রহস্যময় উৎস থেকে ধনলাভের যোগ রয়েছে। সপ্তাহের শেষার্ধে বিদেশ যাত্রার সুযোগ পেয়ে যাবেন। বৈদেশিক কাজে অগ্রগতি আশা করা যায়। প্রবাসীদের কর্মস্থলে সাফল্য লাভের সম্ভাবনা। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট বিষয়ে লাভবান হবেন। সপ্তাহের শেষ দিকে আপনার ক্ষমতা লাভের যোগ। প্রতিযোগীতা মূলক কাজে সাফল্য পেতে পারেন। অংশিদারী কাজ কর্ম শুভ। অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি হবে।          

বৃষ রাশির সপ্তাহ প্যাঁচালী: বর্তমান সপ্তাহটি বৃষ রাশির জাতক জাতিকার জন্য শুভাশুভ মিশ্র যাবে। সপ্তাহের শুরুতে বিদেশ সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। উচ্চ শিক্ষার্থে দূরের যাত্রার যোগ। কোনো শিক্ষক বা গুরুজনের সাহায্য পেতে পারেন। সপ্তাহের মধ্যভাগে আপনার কর্মস্থলে কোনো সাফল্য লাভের যোগ। পদস্ত কর্মকর্তার সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। সরকারী চাকুরেদের ভ্রমনের যোগ রয়েছে। সপ্তাহের শেষার্ধে আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায়ের যোগ প্রবল। বাড়ীতে বড় ভাই বা বোনের সাহায্য পেতে পারেন। বন্ধুর সাথে সম্পর্কের কিছুটা অবনতি হবার যোগ। অনৈতিক উৎস থেকে অর্থ পেতে পারেন। সপ্তাহের শেষ দিকে ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীদের দেশে আগমনের যোগ প্রবল। দূরের যাত্রায় কিছু ঝামেলা দেখা দেবে। 

মিথুন রাশির সপ্তাহ প্যাঁচালী: মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি তুলনামূলক মিশ্র যাবে। সপ্তাহের শুরুর দিকে শরীর স্বাস্থ্য ভোগাবে। দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন। কোনো আত্মীয় বা পরিচিত জনের মৃত্যু সংবাদ পেতে পারেন। সপ্তাহের মধ্যভাগে বিদ্যার্থীদের ভর্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ রয়েছে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সাফল্য আশা করতে পারেন। সপ্তাহের শেষার্ধে আপনার কর্মস্থলে সাফল্য লাভের যোগ। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজে উন্নতি হবে। চাকরীজীবীদের কোনো উচ্চাকাঙ্খা পূরণ হতে পারেন। সপ্তাহের শেষ দিকে আয় রোজগার বাড়াতে পারবেন। বন্ধুর সাহায্য আশা করা যায়। ব্যবসায়ীক ক্ষেত্রে কিছু লাভের সুযোগ পেয়ে যাবেন। বড় ভাই এর সাহায্য পেয়ে যাবেন।

কর্কট রাশির সপ্তাহ প্যাঁচালী: এ সপ্তাহটি কর্কট রাশির জাতক জাতিকার জন্য মিশ্র সম্ভাবনাময়। সপ্তাহের শুরুতে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝির সম্মূখীন হতে হবে। ব্যবসায়ীক দিক ভালো যাবে না। অংশিদারী ব্যবসায় কোনো ঝামেলা অবিশ্বাসের সম্মূখীন হতে হবে। সপ্তাহের মধ্যভাগে আইনগত জটিলতার সম্মূখীন হতে পারেন। কোনো আত্মীয়র মৃত্যু সংবাদে হতাশ হয়ে পড়তে পারেন। হয়রানি বা গ্রেফতার সম্পর্কে সতর্ক হতে হবে। চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ীদের সময় ভালো যাবে। সপ্তাহের শেষার্ধে জীবীকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। ধর্মীয় সফরের সুযোগ পেতে পারেন। পিতার সাহায্য আশা করা যায়। সপ্তাহের শেষ দিকে আপনার কর্মস্থলে সাফল্য লাভের যোগ প্রবল। ক্ষমতা ও পদমর্যাদা বৃদ্ধি পাবে। প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য পেয়ে যাবেন। চাকরী সংক্রান্ত পরীক্ষায় সাফল্য লাভ।           

সিংহ রাশির সপ্তাহ প্যাঁচালী: সপ্তাহটি সিংহ রাশির জাতক জাতিকার জন্য শুভাশুভ মিশ্র। সপ্তাহের প্রারম্ভে কোনো গোপন শত্রুতার শিকার হতে হবে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। সপ্তাহের মধ্যভাগে আপনার ব্যবসা বাণিজ্যে অগ্রগতি হবে। রহস্যজনক উৎস থেকে ধনলাভের যোগ প্রবল। বিদেশ থেকে কোনো ভালো পণ্য আমদাণী করতে পারেন। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। সপ্তাহের শেষার্ধে আপনার আর্থিক দিক ভালো যাবে। কিছু টাকা আয় করতে পারেন। চিকিৎসা সংক্রান্ত কাজে ধনলাভের যোগ প্রবল। আইনগত জটিলতা থেকে সতর্ক হতে হবে। সপ্তাহের শেষ দিকে আপনার ভাগ্য উন্নতির যোগ প্রবল। কাজে অগ্রগতি হবে। কোনো প্রশাসনিক কর্মকর্তার সাহায্য পেতে পারেন। ধার্মীক কাজে আনন্দ পাবেন।

কন্যা রাশির সপ্তাহ প্যাঁচালী: কন্যার জাতক জাতিকাদের সপ্তাহটি মিশ্র বলা যায়। সপ্তাহের শুরুতে প্রেমে কোনো রহস্যজনক ঘটনার মোকাবেলা করতে হবে। সন্তানের পড়াশোনা নিয়ে কিছুটা চিন্তায় থাকতে পারেন। সপ্তাহের মধ্যভাগে আপনার কাজে কিছু ঝামেলা দেখা দেবে। সহকর্মীদের সাথে কোনো কারণে মনমালিণ্য হবার আশঙ্কা। কাজের লোকের দ্বারা ক্ষতি হতে পারে। সপ্তাহের শেষার্ধে ব্যবসায় আয় উন্নতি বৃদ্ধি পাবে। কোনো অংশিদারী কাজে সাফল্য লাভের যোগ প্রবল। দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন। সপ্তাহের শেষ দিকে কিছু আর্থিক সঙ্কট দেখা দেবে। কোনো বন্ধুর কাছ থেকে ঋণ নিতে পারেন। পুলিশি ঝামেলা দেখা দিতে পারে। পাওনাদারের সাথে সম্পর্ক কিছুটা ঝামেলা পূর্ণ। আইনগত জটিলতা থেকে সতর্ক হতে হবে।   

তুলা রাশির সপ্তাহ প্যাঁচালী: তুলা রাশির জাতক জাতিকার সপ্তাহটি মিশ্র সম্ভাবনাময়। সপ্তাহের শুরুতে কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। আত্মীয়দের সাথে সম্পর্কের অবনতি হবার আশঙ্কা প্রবল। সপ্তাহের  মধ্যভাগে বিদ্যার্থীদের সময় কিছুটা ঝামেলাপূর্ণ। পড়াশোনায় অনমনোযোগ বৃদ্ধি পাবে। সৃজনশীল পেশাজীবীদের সময় ভালো যাবে না। প্রেম ও রোমান্সে রহস্যজনক ঘটনা ঘটতে পারে। সপ্তাহের শেষার্ধে শরীর কিছুটা খারাপ যাওয়ার আশঙ্কা। কর্মস্থলে সহকর্মীদের সাথে মনমালিন্য দেখা দেবে। খেলোয়াড়দের দূর্ণাম বদনাম রটার আশঙ্কা প্রবল। সপ্তাহের শেষ দিকে ব্যবসায়ীক ভাবে লাভবান হবেন। বিবাহিত জীবনে কোনো ভালো সংবাদ পেতে পারেন। জীবন সাথীর কর্মোন্নতির যোগ প্রবল। বৈদেশীক বাণিজ্যে লাভবান হবার সম্ভাবনা।  

বৃশ্চিক রাশির সপ্তাহ প্যাঁচালী: এ সপ্তাহটি বৃশ্চিক রাশির জন্য শুভ সম্ভাবনাময়। সপ্তাহের শুরুতে গোপন কোনো উৎস থেকে ধন লাভের যোগ। ছোট ভাই বোনের সাহায্য পেতে পারেন। ব্যবসায়ীক কাজে বিদেশ থেকে কোনো ভালো অর্ডার লাভের সম্ভাবনা। সপ্তাহের মধ্যভাগে আপনার প্রত্যাশিত কাজে রহস্যজনক ঝামেলা দেখা দেবে। পারিবারিক ক্ষেত্রে কোনো রহস্যজনক ঘটনা ঘটতে পারে। মায়ের আচরণে মনক্ষুন্ন হতে পারেন। সপ্তাহের শেষার্ধে রোমান্টিক বিষয়ে অগ্রগতি হবে। প্রতিযোগীতা মূলক কাজে অগ্রগতি ও সাফল্য আশা করা যায়। সন্তানের সাফল্যে গর্ববোধ করবেন। সপ্তাহের শেষ দিকে কর্মস্থলে ঝামেলা। কাজের লোকের দ্বারা ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা প্রবল।

ধনু রাশির সপ্তাহ প্যাঁচালী: ধনু রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি মিশ্র সম্ভাবনাময়। সপ্তাহের শুরুতে বাড়ীতে আত্মীয় কুটম্বর আগমন হতে পারে। খাদ্য ও পানিয়ের ব্যবসায় ভালো আয় রোজগারের যোগ। বকেয়া বিল পেতে পারেন। সপ্তাহের মধ্যভাগে আপনার যোগাযোগে ভালো সংবাদ পেতে পারেন। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় ভালো আয় হবে। সপ্তাহের শেষার্ধে পারিবারিক প্রত্যাশা পূরণের যোগ। মায়ের সাহায্য পেতে পারেন। ভূমি স্থাবর ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভালো অগ্রগতি হবে। সপ্তাহের শেষ দিকে প্রেম ও রোমান্স শুভ। বন্ধুর সাহায্য পেতে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে। সৃজনশীল পেশাজীবীদের আয় রোজগার বৃদ্ধি পেতে পারেন। প্রতিযোগীতামূলক কাজে লাভবান হবেন।        

মকর রাশির সপ্তাহ প্যাঁচালী: মকর রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি তুলনামূলক ভালো। সপ্তাহের  শুরুতে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। জীবন সাথীর সাথে অকারণে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায়ীক দিক ভালো যাবে না। সপ্তাহের মধ্যভাগে আপনার আয় রোজগার বৃদ্ধি পাবে। রহস্যজনক উৎস থেকে ধন লাভেরযোগ প্রবল। সঞ্চয়ের প্রচষ্টায় অগ্রগতি হবে। সপ্তাহের শেষ দিকে কোনো ভালো অর্ডার পেতে পারেন। মুদ্রণ ও প্রকাশনা ব্যবসা শুভ। সপ্তাহের শেষ দিকে পারিবারিক বিষয়ে কোনো অগ্রগতি হতে পারে। আত্মীয়র সাহায্য পেতে পারেন। যানবাহন ও ভূমি লাভের যোগ রয়েছে। 

কুম্ভরাশির সপ্তাহ প্যাঁচালী: কুম্ভ রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি মিশ্র সম্ভাবনাময়। সপ্তাহের শুরুতে কোনো প্রকার ঝামেলায় থাকতে পারেন। অহেতুক ভ্রমণে অর্থ ব্যয় হবে। প্রবাসীরা কোনো প্রকার হেনস্থার সম্মূখীন হতে পারেন। আইনগত জটিলতার ভয় রয়েছে। সপ্তাহের মধ্যভাগে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক বিষয়ে সামান্ন অগ্রগতি আশা করা যায়। সপ্তাহের শেষার্ধে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। বকেয়া কিছু টাকা আদায়ের যোগ প্রবল। খুচরা ও পাইকারী বাণিজ্যে লাভবান হবেন। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি হবে। বাড়ীতে কুটুম্বর আগমন হতে পারে। সপ্তাহের শেষ দিকে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। রাজনৈতিক কাজে অগ্রগতি আশা করা যায়। ছোট ভাই বোনের বিবাহ সংক্রান্ত বিষয়ে সাফল্য আশা করা যায়। 

মীন রাশির সপ্তাহ প্যাঁচালী: মীন রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি মিশ্র যাবে। সপ্তাহের শুরুতে কিছু আয় রোজগারের যোগ রয়েছে। রহস্যজনক উৎস থেকে অর্থ লাভের যোগ রয়েছে। বন্ধু ও বড় ভাই বোনের সাথে আর্থিক বিষয়ে কোনো বিরোধ হতে পারে। সপ্তাহের মধ্যভাগে আপনার ব্যয় বৃদ্ধি পাবে। ভিসা সংক্রান্ত জটিলতার আশঙ্কা রয়েছে। দূরে কোথাও যাত্রার যোগ প্রবল। সপ্তাহের শেষার্ধে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্মস্থলে আপনার কোনো সুপ্ত বাসনা পূরণ হবার যোগ। দাম্পত্য সুখ শান্তি ফিরে পবেন। অংশিদারী বাণিজ্যে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। সপ্তাহের শেষ দিকে আর্থিক অবস্থার উন্নতি হবে। কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। বকেয়া টাকা আদায়ের যোগ প্রবল।

বিডি২৪লাইভ/এমআর
 
 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: