সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ১২:১৬ পিএম

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম গোলাম রব্বানী (২৬)। নিহত গোলাম রব্বানী বালিয়াডাঙ্গী উপজেলার ক্যাম্পের হাট এলাকার পসির উদ্দিনের ছেলে। 

শনিবার (২০ অক্টোবর) ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে এ ঘটনা ঘটে। 

বিজিবি সূত্র জানায়, শনিবার (২০ অক্টোবর) ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটার সীমান্তের ৩৮৯ নং পিলার এলাকায় যান। এ সময় ভারতের হাটখোলা ১৭১ বিএসএফ ব্যাটালিয়ন ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির পরিচালক তুহিন মোহাম্মদ মাসুদ জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গরু ব্যবসায়ী গোলাম রব্বানীর মরদেহ ফেরত চেয়ে বিএসএফের প্রতি পতাকা বৈঠকের জানানো হয়েছে। 

বিডি২৪লাইভ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: