বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতিসংঘ দিবস পালিত

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৫:২০ পিএম

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতিসংঘ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে বুধবার (২৪ অক্টোবর) দুপুরে শোভাযাত্রার আয়োজন করা হয়। 

শোভাযাত্রাটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি জোবায়ের আল মাহমুদ, প্রভাষক খন্দকার মাহমুদ পারভেজ, সাদ্দাম হোসেন, মাহবুবা উদ্দিন, জান্নাতুল ফেরদৌস, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক মো. হাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: