‘খালেদা জিয়ার নির্বাচন নির্ভর করছে আদালতের ওপর’

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৩:৩০ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, তা আদালতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার মো: রফিকুল ইসলাম।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। সোমবার (২৯ অক্টোবর) আদালত এই রায় দেন।

এ রকম পরিপ্রেক্ষিতে বিএনপি নেত্রী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না জানতে চাইলে এই মন্তব্য করেন রফিকুল ইসলাম।

সোমবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে এসব কথা বলেন এই কমিশনার।

মো: রফিকুল ইসলাম বলেন, ‘এটা আদালতের ওপর পুরোপুরি নির্ভর করবে। শুধুমাত্র খালেদা জিয়ার কথা বলতেছি না, সবার জন্য বলতেছি, যদি কোনো ব্যক্তি প্রার্থী হতে চান, কোনো দণ্ডে দুই বছরের বেশি দণ্ডিত হয়েছেন পূর্বে, এ রকম কোনো লোক একটি নির্দিষ্ট সময় পার না হলে প্রার্থী হতে পারেন না।’

তিনি বলেন, ‘আদালত যদি সাজা দেন, ওই ব্যক্তি যদি অযোগ্য হয়ে যান, তাহলে উনার আরেকটি পথ আছে আপিল করার। আপিলে যদি আগের সাজাটা স্থগিত করে দেন আদালত, তাহলে উনি প্রার্থী থাকবেন। যদি স্থগিত না করে তাহলে আমাদের পক্ষ থেকে উনাকে প্রার্থী করার ক্ষমতা থাকবে না।’

রফিকুল ইসলাম বলেন, ‘কিন্তু উনার আরেকটা পথ থাকবে, আদালতের দারস্থ হতে পারবেন। আদালত থেকে ব্যাখ্যা এনে আমাকে দিতে পারেন। আদালত যদি ব্যাখ্যা করে যে, উনি প্রার্থী হওয়ার যোগ্য। সেই রায় টা আছে। তাহলে আমি অবশ্যই তাকে প্রার্থী করব।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত কিন্তু আমরা জানি না, উনি আপিল করবেন কি না। আপিল করলে সেখান থেকে কী ধরনের রায় আসবে। আপিল গ্রহণ করা হলো, এটুকু বলেই ছেড়ে দেওয়া হলো। আপিল সম্পর্কে কোনো বক্তব্য বললেন না। সেই ক্ষেত্রেও উনার একটা সুযোগ থেকে যাবে। উনাদের মতো লোকদের একটা সুযোগ থেকে যাবে। আদালতে আশ্রয় নিয়ে আদালত থেকে সিদ্ধান্ত নেওয়া, উনি যোগ্য কি যোগ্য না। এটা আদলত নির্ধারণ করে দেবেন।’

বিডি২৪লাইভ/এএইচ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: