‘এ ফরমায়েশি রায় ছাত্র সমাজ মেনে নেয়নি’

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৬:৫১ পিএম

‌‌‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্য এবং আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তার জন্যই একটি সাজানো মামলায় সম্পূর্ণ বেআইনিভাবে কোন সাক্ষ্য প্রমাণ ছাড়াই তাকে এ সাজা প্রদান করা হয়েছে। এ ফরমায়েশি রায় ছাত্র সমাজ মেনে নেয়নি।’ 

সোমবার (২৯ অক্টোবর) দুপুরে বেগম জিয়ার মামলার রায় প্রত্যাখান করে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপলক্ষ্য করে রাঙ্গামাটি জেলা কার্যালয়ের সামনে এক বিক্ষোভ-সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবু সুফিয়ান রেজা, যুগ্ম সম্পাদক মো. ফজলুল ইসলাম, মো. অলী আহাদ, ছাত্রনেতা আব্দুর রহিম, মো. সালাম, মো. জাবেদ ইকবাল, সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সাহজাদা, কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মো. সুমন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে বেগম জিয়াকে এ মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই অন্যায়ের জবাব রাজপথেই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।

এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় প্রত্যাখান করে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলার দলীয় কার্যালয়ে গিয়ে মিলিত হয়। পরে সমাবেশে অনুষ্ঠিত হয়।

 বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: