সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ১১:১৬ এএম

সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দস্যুদের পুনর্বাসনের প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন তিনি।

বৃহস্পতিবার (১ নভেম্বর) কিছুক্ষণের মধ্যেই সুন্দরবনের ৬ টি দস্যু বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। জমা দিবে ৬০ টি অস্ত্র ও ৩ হাজার গুলি।

এর আগে দুই বছরে সুন্দবনের মোট ২৬ টি দস্যু বাহিনী অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পন করেছে। এ সময় সুন্দরবনের ৩২৮ জন দস্যু ৪৫০ টি অস্ত্র জমা দিয়েছে। জমা দিয়েছে ২০ হাজার গুলি। স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মাধ্যমে র‌্যাবের সহায়তায় এই সমর্পন প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিডি২৪লাইভ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: