বরিশালের ৬ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ঘোষণা

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০১:৩০ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার ৬টি আসন থেকে প্রার্থী ঘোষণা করেছে। 

রোববার (৪ নভেম্বর) দলটির বরিশাল মহানগর নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সমন্বয়ক কে. এম. শরীয়াতুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

হাতপাখা প্রতীক নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থীরা হলেন- বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মুহাম্মাদ রাসেল সরদার মেহেদী, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, বরিশাল-৩ (মুলাদি-বাবুগঞ্জ) আসনে উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে মুফতি সৈয়দ মুহাম্মদ নূরুল করীম, বরিশাল-৫ (সদর) আসনে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম আল-আমিন চৌধুরী। 

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: