নৌবাহিনীকে শক্তিশালী হিসেবে গড়ে তুলব

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০২:৪৬ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আবার ক্ষমতায় আসলে নৌবাহিনীকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা হবে। 

সোমবার (৫ নভেম্ভর) দুপুরে নৌবাহিনীর নতুন ঘাঁটি বিএনএস, শেখ মুজিবের কমিশনিং ও ২২টি বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে ইনশাআল্লাহ আবার যদি আমরা আসতে পারি এই নৌবাহিনীকে শক্তিশালী হিসেবে গড়ে তুলব। সেই লক্ষ্যই আমাদের রয়েছে। কারণ আমরা চাই যারা আমার দেশে স্বাধীনতার ও সার্বভৌমত্বের জন্য কাজ করবেন। স্বাধীনতার ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী তারা এবং তাদের পরিবারবর্গ সুন্দরভাবে বসবাস করবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন ও আন্তরিকতার সাথে দেশের জন্য কাজ করবেন, এটাই আমাদের লক্ষ্য।’

সশস্ত্র বাহিনীর মর্যাদা প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলেও এসময় জানান প্রধানমন্ত্রী।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: