পাটাতন পেতে মা কালীর উড়ো চিঠি!

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ০৩:৩১ পিএম

নীলফামারীর ডোমারে বালু ও সিমেন্টের তৈরি পাটাতন পেতে মা কালী উড়ো চিঠি পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (৫ নভেম্বর) রাতে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নয়ানী বাকডোকরা সাধুপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। 

সরজমিনে গিয়ে জানা গেছে, ওই গ্রামের মৃত হরসুন্দর রায়ের ছেলে শরৎ চন্দ্র শুকারু চলতি মৌসুমে ধান মাড়াই করার জন্য গত ২ নভেম্বর বাড়ির পার্শ্ববর্তী শ্বশান সংলগ্ন এলাকা থেকে বালু এনে সিমেন্ট মিশিয়ে একখানা পাটাতন তৈরি করে। পাটাতন তৈরির পর থেকে প্রতিদিন সন্ধায় তার বাড়িতে আকাশ থেকে ইটের টুকরা, নারিকেলের ছোবরা, ছেড়া সেন্ডেল, বোতল, কাঠের টুকরার ঢিল পড়তে শুরু করে। অবশেষে ৫ নভেম্বর রাতে ঢিলের পাশাপাশি আঞ্চলিক ভাষায় লেখা দুটি উড়ো চিঠি এসে পড়ে। 

সেখানে লেখা রয়েছে ‘আমি বলছিলাম পিড়াখানা নিগে দিতে, কেনে দেও নাই। তাড়াতাড়ি লিগে দিতে। নেতেন আরো অত্যাচার করবো। আমি থানে যাছিনা। আমি মহা কালীমা।’ 

ঢিলের কারন আগে জানতে না পারলেও চিরকুট পাওয়ার পর তারা জানতে পারে পাটাতনটি পেতেই মা কালী এমন অত্যাচার শুরু করেছেন। পরে তৈরিকৃত পাটাতনটি যেখান থেকে বালু নিয়ে আসে সেখানেই রেখে আসেন। এর পর থেকে ঢিল পড়া বন্ধ হয়ে যায়। 

এ ঘটনা দেখতে রাতে শুকারুর বাড়িতে শত শত লোকজন ভিড় জমায়। ঘটনাটিকে কালী পূজার অলৌকিক ঘটনা বললেও অনেকে এ ঘটনাকে নিছক মশকরা মনে করছেন। 

এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে বোড়াগাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জয়ন্ত কুমার সিংহ জানান, বিষয়টি এলাকার কিছু লোকের শয়তানীমূলক কর্মকাণ্ড হতে পারে। 

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: