হামলার অভিযোগে ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ১১:২৭ পিএম

আশুলিয়ায় ভুক্তভোগীদের সংবাদ সম্মেলনে হামলার অভিযোগে ডা. জাফরুল্লাহসহ ২৩ জনের নাম উল্লেখ করে আরও ৫০-৬০ জন অজ্ঞাত নামাদের আসামী করে মামলা একটি মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) রাতে ভুক্তভোগী কাজি মহিবুর রব বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং ২৪। এ নিয়ে আশুলিয়া থানায় ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মোট ৭টি মামলা দায়ের হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারামারি, হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে গণস্বাস্থ্যের ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের দখলে থাকা জমির মালিকানা দাবি করে সংবাদ সম্মেলন শেষে ফিরে যাওয়ার সময় গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আহত হয় অন্তত ৫ জন।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: