স্কুল ছাত্র রাব্বির হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০৩:৫২ পিএম

কুমিল্লার চান্দিনায় স্কুল ছাত্র গোলাম রাব্বি (১৬) হত্যাকারীদের ফাঁসির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
বুধবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় ওই মানববন্ধন করে তারা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ চান্দিনা বাজার এলাকা প্রদক্ষিণ করে তারা।

এ সময় তারা রাব্বি হত্যায় জড়িত ও মামলার আসামী মনির, শাহিন, সাগর ও সালাম সহ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত ফাঁসির দাবি জানান তারা।

&dquote;&dquote;

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট রাতে চান্দিনা পালকি সিনেমা হলের সামনে চান্দিনার বেলা শহর গ্রামের মনির এর সাথে ঝগড়া হয় পার্শ্ববর্তী বাগুর গ্রামের বাসিন্দা দশম শ্রেণির স্কুল ছাত্র রাব্বির। এ সময় মনির তাকে হত্যার করার হুমকি দেয়। ২৮ আগস্ট রাত ১০ টায় রাব্বিকে ফোন করে বাড়ি থেকে বের করে আনে চান্দিনার মহারং গ্রামের শাহিন (২৮)। তারপর থেকে রাব্বির আর কোন খোঁজ পাওয়া যায়নি। দুই দিন পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাগুর গ্রামের একটি খালের ঝোপ থেকে নিহতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের মা আনোয়ারা বেগম বাদী হয়ে মনির, শাহিন, সাগর, আব্দুস সালাম সহ পাঁচজনের নাম উল্লেখ করে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করে। ওই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মামলার অন্যতম আসামী মনির হোসেন সহ চারজনকে আটক করে পুলিশ।

মনির হোসেন চান্দিনার বেলাশহর গ্রামের মৃত মোসলেহ উদ্দিন এর ছেলে, শাহিন মহারং গ্রামের মৃত অহিদ মিয়ার ছেলে, আনোয়ার হোসেন সাগর মহিচাইল গ্রামের মোহর আলীর ছেলে, আব্দুস সালাম দেবিদ্বারের বাগুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: