অস্ত্র ও ফেনসিডিলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৩:৪৩ পিএম

টাঙ্গাইলের ঘাটাইলে বিশেষ অভিযানে দুইটি অস্ত্র, বিপুল পরিমান গুলি ও ফেনসিডিলসহ রাসেল (২৯) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার পৌর এলাকা  থেকে তাকে গ্রেফতার করা হয়। রাসেল ঘাটাইল উপজেলা পৌর এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। শনিবার (১০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।  

সংবাদ সম্মেলনে এসপি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল থানা পুলিশের একটি দল পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চিহিৃত সন্ত্রাসী রাসেলের বাড়িতে অভিযান চালিয়ে একটি ৭.৬৫ মেড ইন ইউএসএ পিস্তল ও ৬০ রাউন্ড গুলি, একটি বিদেশী রিভলভার ও ৫ রাউন্ড গুলি, ৭.৬৫ পিস্তলের বিভিন্ন যন্ত্রাংশ ও ৩টি ম্যাগাজিন এবং ৪০০ বোতল ফেনসিডিলসহ রাসেলকে গ্রেফতার করা হয়। 

তিনি আরও বলেন, রাসেলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
 
বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: