মনোনয়নপত্র জমা দিলেন আমজাদ হোসেন মিলন

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ১০:০৬ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দিয়েছেন সিরাজগঞ্জ রায়গঞ্জ-তাড়াশের আওয়ামী লীগ নেতা গাজী ম.ম আমজাদ হোসেন মিলন।  

শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় দলীয় নেতাকর্মীদের সাথে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। 

এ সময় সলঙ্গা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ফনি ভূষণ, সলঙ্গা থানা যুবলীগের আহবায়ক মোখলেছুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ আলী জয়, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সোহেল রানা, রেজাউল করিম। 

&dquote;&dquote;

এছাড়াও আসনটি থেকে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা মনোনয়ন কিনেছেন।  রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের-সহসভাপতি আব্দুল চানমিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল-আমিন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোলাইমান ভুইয়া, আকবর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রজত ঘোষ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর আলম লাবু, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বিদ্যুতসহ আওয়ামী লীগ-যুবলীগ, ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এ সময় তিনি বলেন, সংসদ থাকাবস্থায় রায়গঞ্জ-তাড়াশে যে উন্নয়ন হয়েছে স্বাধীনতার পর এ অঞ্চলে এতো উন্নয়ন হয়নি। এছাড়াও দলের প্রতিটি অঙ্গসংগঠন ঢেলে সাজানো হয়েছে। মনোনয়ন পেয়ে আগামীতে নির্বাচিত হলে রায়গঞ্জ-তাড়াশ আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। 

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: