রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করল বাংলাদেশ

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০৩:৩৪ পিএম

মুশফিকের ডাবল সেঞ্চুরি আর মেহেদী হাসান মিরাজের হাফ সেঞ্চুরির জন্যই অপেক্ষা করছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ডাবল সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি দুটিই হলো। অবশেষে বাংলাদেশের রান ৫২২ হওয়ার পরই ইনিংষ ঘোষণা করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। অপরাজিতই থেকে গেলেন মুশফিক। তিনি তখন ব্যাট করছিলেন ২১৯ রানে। মিরাজ ব্যাট করছিলেন ৬৮ রান নিয়ে।

প্রথম সেশনে মাত্র ৬২ রান। দ্বিতীয় সেশনে তার পুরোপুরি উল্টো। দ্বিতীয় সেশনে বাংলাদেশ রান তুললো ১০৫। ঝড়ো গতিতে ব্যাট করছেন মুশফিকুর রহীম আর মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের রান দাঁড়িয়েছিল ৭ উইকেটে ৪৭০। সারা দিনে বাংলাদেশের মাত্র দুটি উইকেট ফেলতে পেরেছিল জিম্বাবুয়ে বোলাররা।

বাংলাদেশের দেওয়া ৫২২ রানের জবাবে এখন ব্যাটিং করছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ কোন উইকেট না হারিয়ে ৭ রান।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: