মনোনয়নপত্র কিনলেন গয়েশ্বর ও দুদু

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ১২:৪০ পিএম

বিএনপির মনোনয়নপত্র কিনলেন স্থায়ী সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গয়েশ্বর রায়ের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার পুত্রবধু নিপুন রায়। 

মঙ্গলবার (১৩ নভেম্বর) ১২ টার দিকে তারা বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা -৩ আসনের ও শামসুজ্জামান দুদু মেহেরপুর সদর আসনের মনোনয়নপত্র কিনেন।

এ সময় নিপুন রায় বলেন, দল গয়েশ্বর রায়কে মনোনয়ন দিলে দলকে আসনটি উপহার দেবো। সবসময় আমরা জনগণের বিপদে আপদে পাশে থেকেছি। জনগণ আমাদেরই ভোট দিবে।

এর আগে, নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ আর উৎসবের আমেজে ২য় দিনের মতো মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল ১০ টা থেকে শুরু হয় বিএনপির মনোনয়নপত্র বিক্রি।

সকাল ১০ টার দিকে মনোনয়নপত্র বিক্রি হওয়ার কথা থাকলেও নেতাকর্মীরা ভোর থেকেই ভিড় করেছেন বিএনপির নয় পল্টনের কেন্দ্রীয় অফিসে।

সোমবার সকাল সাড়ে ১০ টায় খালেদা জিয়ার পক্ষে বিএনপির মহাসচিবের মনোনয়নপত্র কেনার মধ্যে দিয়ে শুরু হয় বিএনপির মনোনয়নপত্র বিক্রি। ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়ানোয় চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।

মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনেই বিক্র হয় ১৩২৬ টি। আজ থেকে মনোনয়নপত্র বিক্রি আর জমা দুটাই চলবে বলে জানিয়েছেন বিএনপি।

বিডি২৪লাইভ/এএফ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: