বাংলাদেশি ১৫ জেলেকে হস্তান্তর করল বিএসএফ

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৫:০০ এএম

পটুয়াখালি সুন্দরবন গভীর সুমদ্রে মাছ ধরতে যেয়ে ঝড়ের কবলে পড়ে টলারসহ নিখোঁজ হওয়া ১৫ জেলে দীর্ঘ ৫৪ দিনপর ভারত থেকে মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে। 

ভারতের বনগাঁ পেট্টাপোল সীমান্তের বিএসএফ সদস্যরা ১৫ বাংলাদেশি জেলেকে বেনাপোল আইসিপি বিজিবির কাছে হস্তান্তর করেন। ফেরত আসা জেলেরা সুন্দরবন মহিপুর বাড়ী এলাকার অধিবাসী। তবে নিখোঁজ হওয়া শামসুর জামানের সন্ধান মেলেনি আজও। বেঁচে আছে কি মরে গেছে বলতে পারেনি সহকর্মীরাসহ স্বজনেরা। 

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার কাশেম আলী জানান, ১৯ শে সেপ্টেম্বর পটুয়াখালি মহিতপুর বাড়ি এলাকায় গভীর সুমদ্রে মাছ ধরতে যায় ওই এলাকার রহমত উল্লাহ, কালগাজি, আব্দস সালাম, নিজাম ও সামসুর জামান সহ ১৬ জেলে। ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয় তারা। দীর্ঘ ১৯ ঘন্টা পর ভারতের গবর্ধন থানা এলাকার সুন্দরবন পুলিশ তাদেরকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়। পরে নীল ডুমুর সেক্টর বিজিবির পক্ষে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাদেরকে হস্তান্তরের আবেদন জানান। 

দু দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগীতায় ৫৪ দিন পর আজ দেশে ফিরেছে তারা। ভারতের পেট্টাপোল ক্যাম্পের বিএসএফ কমান্ডার অশোক কুমার তাদেরকে যশোর ৪৯ বিজিবির হাতে হস্তান্তর করেন। পরে তাদেরকে পোর্ট থানায় হস্তান্তর করা হয়। থানা পুলিশ জিডি করে স্ব স্ব পরিবাবের কাছে হস্তান্তর করবে বলে জানান পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: