সাকিব-তামিম অনিশ্চিত!

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৮:৪৯ এএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২২ নভেম্বর থেকে টেস্ট সিরিজ শুরু হবে। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট ম্যাটি শুরু হবে চট্টগ্রামে। 

এদিকে তামিম ইকবাল নিজেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরার কথা জানিয়েছিলেন। দেশ সেরা এই ওপেনার পুনর্বাসন প্রক্রিয়া শেষে ব্যাটিং অনুশীলনেও ফিরেছিলেন। ঠিকঠাক মতোই চলছিল। কিন্তু হঠাৎ দুঃসংবাদ শোনা গেল। যা কিনা আশার মধ্যে হতাশার খবর। আবারও ইনজুরিতে পড়েছেন তামিম ইকবাল।

জানা যায়, ব্যাটিং অনুশীলনের সময় টান লেগেছে তামিমের। পাঁজরে ব্যথা রয়েছে। ৪৮ ঘণ্টার বিশ্রাম দেয়া হয়েছে তামিমকে। এরপরই ইনজুরির প্রকৃত অবস্থা জানা যাবে।

এবারের এশিয়া কাপে বাঁ-হাতে আঘাত পেয়েছিলেন তামিম ইকবাল। ফলে পুরো টুর্নামেন্ট না খেলেই দেশে ফেরেন তিনি। ইনজুরির কারণে জিম্বাবুয়ের সিরিজে খেলতে পারেননি। আশায় ছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ফিরবেন; কিন্তু আবার চোট পেয়েছেন।

অপরদিকে এশিয়া কাপেই আঙুলের চোটে পড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার (১৩ নভেম্বর) থেকে পুনর্বাসন প্রক্রিয়া শেষে অনুশীলন শুরু করে দিয়েছেন সাকিব।

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব-তামিম খেলছেন কিনা, তা চিকিৎসকের রিপোর্টের ওপর নির্ভর করছে। দলের এই দুই সেরা ক্রিকেটারকে ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। কিন্তু দুই টেস্ট ম্যাচের প্রথমটিতে হারতে হয়েছে স্বাগতিকদের। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ। এর আগে নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের পূর্ণাঙ্গ সময়সূচি:

টেস্ট

একমাত্র প্রস্তুতি ম্যাচ

১৮ই নভেম্বর

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চিটাগাং।

প্রথম টেস্ট

২২-২৬ নভেম্বর

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চিটাগাং।

দ্বিতীয় টেস্ট

৩০ নভেম্বর-৪ ডিসেম্বর

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা।

ওয়ানডে

একমাত্র প্রস্তুতি ম্যাচ

১২ ডিসেম্বর

খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, ফতুল্লাহ।

প্রথম ওয়ানডে

৯ ডিসেম্বর

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা।

দ্বিতীয় ওয়ানডে

১১ ডিসেম্বর

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা।

তৃতীয় ওয়ানডে

১৪ ডিসেম্বর

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।

টি টুয়েন্টি

প্রথম টি টুয়েন্টি

১৭ ডিসেম্বর

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।

দ্বিতীয় টি টুয়েন্টি

২০ ডিসেম্বর

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা।

তৃতীয় টি টুয়েন্টি

২২ ডিসেম্বর

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: