মিয়ানমারে ফিরতে চায় না রোহিঙ্গারা, ক্যাম্পে চলছে বিক্ষোভ

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০৫:৩২ পিএম

মিয়ানমারে ফিরতে চায় না রোহিঙ্গারা। এ কারণে প্রত্যাবাসন না করার দাবিতে কক্সবাজারের টেকনাফের একটি ক্যাম্পে বিক্ষোভ করেছে তারা।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুর থেকে টেকনাফের উৎচিপ্রাংয়ের পুটিবনিয়া ক্যাম্পে এ বিক্ষোভ শুরু হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৫টি বাস রোহিঙ্গাদের আনতে গেলে এ বিক্ষোভ শুরু করে তারা।

বিক্ষোভে রোহিঙ্গারা বলছে, তাদের আট দফা দাবি না মানলে তারা মিয়ানমার যাবে না।

এদিকে বাংলাদেশ ও মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। রোহিঙ্গারা যেতে না চাওয়ায় প্রত্যাবাসন এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে।

এর আগে সকালে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম জানান, স্বেচ্ছায় যেসব রোহিঙ্গারা ফিরে যেতে চায় তাদের নিয়ে প্রত্যাবাসন শুরু হবে।

বিডি২৪লাইভ/এমআর
 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: