গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ১

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ১০:৫৩ এএম

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে গ্যাসের লাইন বিস্ফোরণে একজন নিহত এবং একই পরিবারের চারজনসহ মোট ৬ জন দগ্ধ হয়েছে। 

আজ শুক্রবার (১৬ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম এখন পর্যন্ত জানা যায়নি। 

দগ্ধরা হলেন- সুমন (৪০), তার স্ত্রী সাজুলি (৩৫), তাদের ছেলে নিশান (১৪) ও সুমনের ফুপু আতর বেগম (৭০)। অন্যরা হলেন- আলমগীর (৩০) ও কাজলি (২৪)। তারা স্বামী-স্ত্রী এবং সুমনের প্রতিবেশী। 

দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সুমনের নিকটাত্মীয় আব্দুর রউফ জানান, সকালে হঠাৎ বিকট শব্দে গ্যাসের লাইনে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। তারা দ্রুত দগ্ধদের হাসপাতালে নিয়ে আসেন। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ শিকদার জানান, ওই বাড়িতে জমে থাকা গ্যাস লিক হয়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তবে আমরা যাওয়ার আগে আগুন নিভে যায়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, দগ্ধরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ধলপুর সিটি কর্পোরেশনের কোয়ার্টারে এ ঘটনা ঘটে। তারা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন। নিহতের পরিচয় জানা যায়নি।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: